Update News
আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব, তার আগে আমার বেসিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি। আমার মেট্রিক ২০০৭ সালে যেখানে এইচএসসি ২০০৯ সালে সিলেট কমার্স কলেজ হতে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সিলেট মদন মোহন কলেজ হতে বিবিএ (ব্যবস্থাপনা বিভাগ) ২০১৩ সালে সম্পন্ন হয়। অতঃপর ২০১৪ সালে ম্যানেজমেন্ট বিভাগে একই প্রতিষ্ঠান হতে এমবিএ ১ম বিভাগে উত্তীর্ণ হই।
দীর্ঘদিন যাবত ব্যাংকিং সেক্টর নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা করে আসছি। পাশাপাশি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ বাজারে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখার ওনার এবং এস আর ছিদ্দিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী। গ্রামের বাড়ী কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে। আপনারা শুনে অত্যান্ত খুশী হবেন, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে দেশের সকল ব্যাংকের শুধু এজেন্ট শাখা নিয়ে নয়, শাখা-উপশাখা এমনকি গোটা ব্যাংকিং সেক্টর নিয়ে বিশ্লেষণাত্মক ২৭৮টির মতো শিক্ষনীয় কনন্টেন্ট SR Shiddiq Vlogs নামে ইউটিউব চ্যানেলে তুলে ধরা হচ্ছে যা অনেকের প্রসংশায় অনুপ্রানিত হয়ে কাজের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
আমার মূল উদ্দেশ্য হচ্ছে দেশ বিদেশের সবাই ব্যাংকের পুরো সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হয়ে যেন নিজ ইউনিয়ন বা উপজেলা গুলো থেকে সহজে বৈধ লেনদেনে উৎসাহিত হোন সেই লক্ষ নিয়ে এগুচ্ছি। আজ এমবিএল যার পূর্ণ রূপ "মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড" সম্পর্কে অল্প তথ্য তুলে ধরছি। উক্ত ব্যাংকের মোট শাখা রয়েছে ১৫০টিরও অধিক যেখানে উপশাখা ২৫ টিও বেশী রয়েছে এবং এজেন্ট শাখা ১৬৭ অতিক্রম করেছে, সেই সাথে দেশে প্রায় ৭৩টি অধিক এটিএম বুথ রয়েছে। ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এপসের নাম হচ্ছে MBL Rainbow যা আইফোন ও এন্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও ব্যাংকটির ইসলামী ব্যাংকিং প্রায় ৪৫টির অধিক শাখায় অপারেট হচ্ছে। বর্তমানে সিলেট বিভাগে হবিগঞ্জ ও সিলেট জেলা সহ মৌলভীবাজার মিলে ৫টির মতো এজেন্ট আউটলেট রয়েছে যেখানে অন্যান্য জেলা ও উপজেলায় ব্যাংকটির এজেন্ট শাখা চালু প্রক্রিয়াধীন। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শরীরের প্রতি যত্নশীল হোক। দেখা হবে www.youtube.com/c/srshiddiqvlogs ইউটিউব চ্যানেলে।