Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

সু-খবর, সু-খবর,সিলেট বাসীর জন্য সু-খবর

সু-খবর, সু-খবর,সিলেট বাসীর জন্য সু-খবর

শিশু হদরোগী ও অভিভাবকদের জন্য সু-খবর... 

ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সহযোগিতায় প্রথমবারের মতো সিলেটে শিশুদের জন্মগত হদরোগের বিনা অপারেশনে চিকিৎসার আয়োজন করা হচ্ছে। সাধীনতা পদক প্রাপ্ত শিশু হদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নুরুন্নাহার ফাতেমার নেতৃত্তে দেশের সেরা শিশু হদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগন আগামী ১০ এপ্রিল দিনব্যাপী এই সেবা প্রদান করবেন। 

নাম নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ -

কামরান এন্ড কোং (ফার্মেসী)
মিরা বাজার সিলেট। 
মোবাইল -০১৭১৬-৬৮৭৬৯৮

Share Views: 1083