Update News
বাড়িতে বসে করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় যে ১০ টি ঔষধ আপনারা সবাই নিজের বাসায় রাখবেন এবং বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন সবাইকে বাসায় রাখার জন্য বলবেন। আপনাদের সুবিধার্তে সেই মেডিসিনগুলোর নাম এবং কোম্পানির নাম দিয়ে দিলাম। যদি ভাল লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে ও জানতে সহায়তা করুন -
১. Sergel 20mg - কোম্পানি নাম- Healthcare Pharmaceutical Ltd. প্রতি পিসের দাম ০৭ টাকা। এটি মূলত গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে দুই বেলা খালি পেটে খাবেন।
২. যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন যে দুইটি মেডিসিন viset 50 mg (Healthcare Pharmaceutical Ltd) কোম্পানির। যার প্রতি পিস ৬ টাকা অথবা, Algin 50 mg (Renata Limited) প্রতি পিস ৬ টাকা।
৩. Napa Extra বা Napa Extended দুইটাই (Beximco Pharmaceutical ltd) কোম্পানির। জ্বর বা ব্যথ্যা হলে খাবেন। এটি আমাদের খুবই পরিচিত মেডিসিন। প্রতি পাতার দাম - ০.৮০ টাকা এবং ১.৫০ টাকা। দামে কম হলেও প্রয়োজনের সময় কার্যকরীতা অনেক।
৪. বুকে চাপ চাপ ব্যাথ্যা হলে খাবেন - Ecosprin 75 mg এটি (Acme Specialized pharmaceutical ltd.) কোম্পানির মেডিসিন। প্রতি পিসের দাম - ০.৬৩ টাকা।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg. পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন। এই দুইটি মেডিসিন ও আমাদের খুব পরিচিত। দামে ও খুব কম।
৬. Tufnil 200 mg এটি হল (Sk+F) কোম্পানির মেডিসিন। প্রতি পিস এর দাম - ১০ টাকা। প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন। মাথা ব্যাথা বেশি না হলে খাবেন না।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন। ব্যাথা মেডিসিন খুব সাবধানতার সাথে খেতে হবে। আর অবশ্যই ভরা পেটে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg এই দুইটা মেডিসিন স্বর্দি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন। এই দুইটাও খুব প্রয়োজনীয়। হাতে কাছে রাখবেন পরিবারের কেউ ঠান্ডা জনিত সমস্যায় ভোগলে খাওয়াবেন।
৯. Emistat 8 mg (Healthcare pharmaceutical ltd.) এই মেডিসিনটি বমি হলে খাবেন। প্রতি পিসের দাম - ১০ টাকা।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন। আর আপনি যদি নিয়িমিত প্রেসারের ঔষধ খেয়ে থাকেন আপনি আপনার ডাক্তারের প্রেস্কাইপকৃত মেডিসিন খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো আপনার বাসায় রেখে দিবেন। (আর অতিরিক্ত কোন সমস্যা হলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন)
[বিঃদ্রঃ উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।]