Update News
আমাদের প্রত্যেকে নিজের পরিচিয় বহন করি NID Card এর মাধ্যমে। যাকে বলা হয় (ন্যাশনাল আইডি কার্ড)। আমরা দেশের ভিতরে যে কোন কাজে এই জাতীয় পরিচয় পএটি ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমাদের বিভিন্ন কাজে দেশের বাহিরে যেতে হয়। কেউ কেউ ভ্রমণের জন্য,কেউ কেউ চিকিৎসার জন্য,কেউ আবার পড়া-শোনার জন্য দেশ থেকে দেশের বাহিরা যেতে হয়। তার জন্য প্রয়োজন হয় " পাসপোর্ট " আপনি পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। তাই এই পাসপোর্ট করাতে আমরা বিভিন্ন মানুষের কাছে যাই। আমাদের নিজের কোন ধারণা না থাকার কারনে।
পাসপোর্টটি কোন পজিশনে আছে? তা জানার জন্য আপনি এই ওয়েব সাইটে -
https://www.epassport.gov.bd/authorization/application-status
প্রবেশ করে আপনার জমাকৃত সিলিপ থেকে নিদিষ্ট কিছু তথ্য দিয়ে আপনার পাসপোর্ট Check application Status দেখতে পারবেন।
এবং কোন ধাপে আপনার ই পাসপোর্টটি আছে তা নিজে খুব সহজেই জানতে পারবেন। নিম্নে উল্লেখিত ধাপগুলি দেওয়া হলঃ
১/ Submitted কি?
উত্তরাঃ যদি আপনার চেক অপশনে দেখায় Submitted. তাহলে আপ্লিকেশনটি সফল ভাবে পাসপার্ট অফিসের সার্ভারে জমা হয়েছে।
২/ Appointment Scheduled কি?
উত্তরঃ সাক্ষাতের সময় সূচি সম্পূর্ণ হয়েছে।
৩/ Enrolment in Process কি?
উত্তরঃ আপনার আপ্লিকেশনটি পাসপার্ট অফিসে জমা হয়েছে এবং প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত ২-৩দিন এবং এর থেকে বেশি সময় লাগে।
৪/ Pending SB Police Clearance কি?
উত্তরঃ আপনার নিকটতম থানা হইতে পুলিশ কর্মকর্তার রিপাোের্টের অপ্ক্ষায় রয়েছে।
এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত ৩-১০দিন সময় লাগে।
৫/ Pending Final Approval কি?
উওরঃ তদস্তকারী কর্মকর্তার রিপাের্ট সন্তোষজনক হলে সেটা পাসপাের্ট অফিসের এসিস্যান্ট
ডাইরেক্টুর (AD)এর অনুমতির অপেক্ষায় আছে।
এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত ২-৪ দিন সময় লাগে।
৬/ Approved কি?
উত্তরঃ এসিস্ট্যান্ট ডাইরেক্টর (AD)পাসপার্ট প্রিন্টের জন্য অনুমােদন করেছেন।
এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত ১-৪ দিন লাগে।
৭/ Pending in Print Queue কি?
উত্তরা আবেদন কৃত পাসপোর্ট টি প্রিন্টের জন্য পাঠানাে হয়েছে।
এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত ৩-১৪ দিন সময় লাগে।
৮/ Passport Shipped কি?
উত্তরঃ আপনার পাসপাে্ট টি প্রিন্ট হয়েছে এবং সেটা আঞ্চলিক পাসপাের্ট অফিসে পাঠানো হয়েছে।
এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত ২-৩ দিন সময় লাগে।
৯/ Passport ready for issues?
উত্তরঃ আপনার আবেদন কৃত পাসপাের্ট টি আঞ্চলিক অফিসে জমা হয়ােছে।
পাসপাের্ট টি আপনি নিয়ে যেতে পারেন।
১০/ Passport lssued কি?
উত্তর আপনার পাসপােটি টি সফল ভাবে বিতরণ করা হয়েছে।
এই ১০টি ধাপে পাসপোর্ট এর কাজ সম্পূর্ণ করা হয়। তথ্যটি ভাল লাগলে শেয়ার করে অন্যজনকে জানিয়ে দিবেন,ধন্যবাদ।