Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

জীবনে সময়ের মূল্য কোথায়

জীবনে সময়ের মূল্য কোথায়

জীবনে সময়ের মূল্য কোথায় -


এই পৃথিবী এই জাহান এর মালিক কে?

উত্তরে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বলবে "আল্লাহ" পাক রাবুল আল আমীন। 

কিন্তু, চিন্তা করে দেখেছেন এই আল্লাহকে আমরা প্রতিদিন কত বার স্মরণ করি।

চিন্তা করে দেখেছেন আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু এই শুকরিয়া কত বার আদায় করি। 

চিন্তা করে দেখেন উনার দেওয়া সকল নেয়ামতগুলা আমরাই উপভোগ করি, কিন্ত কতজন লোক আল্লাহ উপর সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলে।

আজ আমরা এই ব্লগ এর মাধ্যমে ফুটিয়ে তুলার চেষ্টা করবো ইসলামিক দৃষ্টিতে ২৪ ঘন্টা সময়কে আমরা কিভাবে ভাগ করবো এবং ২৪ ঘন্টা সময়ের মধ্যে কতটুকু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করবো -

একটু সময় দিয়ে পড়ি ভাই -
ফজরের নামাজ ৪ রাখাত। যদি দুই রাকাত পরতে ৫ মিনিট লাগে তাহলে ৪ রাকাত পরতে ১০ মিনিট। 

বিস্তারিত ব্যাখা না দিয়ে সংক্ষিপ্ত আকারে নামাজের সময় -

ফজর - ১০ মিনিট। 
যোহর - ২০ মিনিট। 
আসর - ১০ মিনিট।
মাগরিব - ১০ মিনিট। 
এশা - ২৫ মিনিট। 

মোট- ৭৫ মিনিট। 

১ঘন্টা = ৬০ মিনিট। 
২৪ ঘন্টা = ১৪৪০ মিনিট।

যার মানে হল যদি ২৪ ঘন্টায় ১৪৪০ মিনিট হয় এর মধ্যে মাত্র ৭৫ মিনিট সময় আমাদের আল্লাহর রাস্তায় ব্যায় করতে হয়। 

যদি আমরা নিয়মিত সালাত আদায় করি তাহলে আখিরাতে জান্নাত লাভ করতে পারবে।

এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ এর ফলে আপনি শারিরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতেন।

Share Views: 862