Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

বিশেষ বিজ্ঞপ্তি - DoctorEbari.com

বিশেষ বিজ্ঞপ্তি - DoctorEbari.com

জরুরি বিজ্ঞপ্তি-
doctorEbari.com এর মাধ্যমে আপনারা অনলাইনে বুকিং এর ক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে বুকিং করবেন অযথা বুকিং করে DoctorEbari.com কতৃপক্ষকে ডাক্তারের কাছে অনলাইনের বুকিং সিস্টেমকে বিরক্তিকর করবেন না। আপনি নিশ্চিত হয়ে আপনার নির্দিষ্ট ডাক্তারের Appointment নিন একদম ফ্রী'তে, বুকিং এর সাথে সাথে আপনার ফোনে আসা SMS পাওয়ার পর অপেক্ষা করুন। আমরা ফোন কলের মাধ্যমে সকাল ১২ঃ০০ টার মধ্যে আপনার সিরিয়ালের নাম্বার নিশ্চিত করে দিবো। বিশেষ প্রয়োজনে আমাদের হট লাইন নাম্বারে যোগাযোগ করবেন +8801715971685

👉 বুকিং এর ক্ষেত্রে কিছু নিয়মাবলি-

১. Doctot Appointment এর পূর্বে অবশ্যই রোগির সঠিক নাম দিয়ে বুকিং করবেন অন্য কোন নাম ব্যবহার করলে আপনার Appointment Allow হবে না।

২. আপনি এক ডাক্তারের Appointment একের অধিক বার বুকিং এর জন্য আবেদন করতে পারবেন না।

৩. একই বিভাগের বিভিন্ন ডাক্তারের অগ্রিম বুকিং করার চেষ্টা করবেন না। বুঝে শোনে একজনকে বুকিং করবেন।

৪. যে ফোন নাম্বার বুকিং এর ক্ষেত্রে দিবেন এই নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল জানিয়ে দেওয়া হবে। আর আপনার ফোনে আসা SMS ডাক্তারের সহকারীকে চেম্বার গিয়ে দেখাতে হবে।

৫. বুকিং করার পর নাম্বারে SMS যদি না আসে তাহলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন।

Share Views: 1641