Update News
সু-খবর, সু-খবর,সিলেট বাসীর জন্য সু-খবর।
ঢাকা সি এম এইচ এর বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও শিশু বিশেষজ্ঞ, "স্বাধীনতা পদক" প্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ নুরুন নাহার ফাতেমা আগামী ১০/০৪/২০২১ তারিখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে শিশুদের হার্টের ছিদ্র বন্ধ করার অপারেশন করবেন।
আগ্রহী রোগীদেরকে হাসপাতালের রিসিপশন কাউন্টারে রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হল।
রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগঃ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শাহী ইদগাহ, সিলেট।
টেলিফোন নং- +880821728413
মোবাইল নং- +8801787487117